বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় রাতের আঁধারে দুই নারীকে কুপিয়ে হত্যা

রানার ডেস্ক

প্রকাশিত: ১৩:১৪, ১৭ জুলাই ২০২৫

বগুড়ায় রাতের আঁধারে দুই নারীকে কুপিয়ে হত্যা

বগুড়া সদরের হরিগাড়ী এলাকায় দুর্বৃত্ত‌দের ছু‌রিকাঘা‌তে দুই নারী ‌নিহত হ‌য়ে‌ছেন। বুধবার রাত নয়টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। নিহতরা হ‌লেন, বৃদ্ধা লাইলী খাতুন ও তার ছেলের স্ত্রী হাবিবা বেগম। একই ঘটনায় লাইলীর মেয়ে বন্যা আক্তার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত লাইলী খাতুন হরিখালী ইসলামপুর এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী এবং হাবিবা বেগম পারভেজ আলমের স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হারুনুর রশিদ। তবে তিনি জানিয়েছেন, কীভাবে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহত বন্যা আক্তারকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তার বুকের ডান পাশ, পেছনসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাতে কয়েকজন দুর্বৃত্ত লাইলীর বাড়িতে ঢুকে প্রথমে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ও গলা কেটে হত্যা করে। এরপর হাবিবা বেগমকেও একই কায়দায় হত্যা করা হয়। লাইলীর মেয়ে বন্যা ঘটনাস্থলে থাকায় তাকেও ছুরিকাঘাত করা হয়, তবে তিনি জীবিত অবস্থায় উদ্ধার হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববিরোধ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ হিসেবেই এই ঘটনা ঘটেছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: