
যশোর চৌগাছা সড়কের বাগডাঙ্গা আমিনের ভাটার কাছে সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনার শিকার হন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। চিকিৎসকরা জানিয়েছে আহদের সবার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (৬৫), দাউদ হোসনের স্ত্রী শাহিনুর (৪০) ও কৈখালী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জয়নাল ইজিবাইকে চেপে বেলা আড়াই টার দিকে যশোর শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-চৌগাছা সড়কের বাগডাঙ্গা আমিনের ভাটার কাছে আসলে বিপরীত দিকগামী মাটি বহনের একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলে ইজিবাইক চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরবর্তীতে স্থানীয় লোকজনদের সহায়তায় যশোর সেনানিবাস ফায়ার সার্ভিসের টিম আহতদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানান আহত সবার অবস্থা আশঙ্কাজন।