
যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যান চালক সদর উপজেলার কচুয়া ইউনিয়নের ঘোপ গ্রামের মোহাম্মদ লিয়াকত সরকারের ছেলে খবির সরকার (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কাভার্ড ভ্যানটি নড়াইল সড়ক দিয়ে ঢাকা অভিমুখে যাওয়ার পথে ফতেপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি রাস্তার উপর উল্টে যায়। এতে চালক খবির ঘটনাস্থলেই মারা যান।
ঘটনাটি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।