শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫

২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

চলতি আমন মৌসুমে ৩৪ টাকা দরে ধান ও ৫০ টাকা দরে চাল কিনবে সরকার

রানার প্রতিবেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ১৮:৩০, ৯ নভেম্বর ২০২৫

চলতি আমন মৌসুমে ৩৪ টাকা দরে ধান ও ৫০ টাকা দরে চাল কিনবে সরকার

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহে ৭ লাখ মেট্রিক টন ধান-চাল কিনবে সরকার। এরমধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে সাড়ে ৫০ হাজার মেট্রিক টন ধান ও দেশীয় মিল মালিকদের কাছ থেকে ৬ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৪ টাকা, সেদ্ধ চাল ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় কেজি প্রতি বেড়েছে ৪ টাকা।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে বোরো ধান-চাল সংগ্রহ মৌসুম শুরু করবে সরকার, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়