দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার সাগরপুর গ্রামের সারোয়ার হোসেন মিঠু ও দেওগ্রামের খোকন সরকার।
সারোয়ার হোসেন ঘোড়াঘাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং খোকন সরকার পালশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে। ওই ঘটনায় দায়ের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।


























