
কেউ আঁকছেন “মুগ্ধের পানি, লাগবে পানি”—সেই হৃদয়ছোঁয়া দৃশ্য, কেউ তুলে ধরছেন শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দেওয়া ছবি। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘রঙে ভরা গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ঐতিহাসিক ঘটনার ঝলক দেখা গেছে সরকারি মাইকেল মধুসূদন কলেজে।
বুধবার সকালে কলেজটির আব্দুল হাই কলা ভবনের নিচে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৫ জন শিক্ষার্থী। ক্যানভাসে রঙ পেনসিলে ফুটে ওঠে ২৪ এর গণঅভ্যুত্থানের দৃশ্য ও শহীদদের আত্মত্যাগের অনন্য দলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ। তারা শিক্ষার্থীদের শিল্পকর্ম ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উৎসাহ ও প্রশংসা জানান।
প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল তরুণ শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসচর্চা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো। শিল্পের মাধ্যমে তারা তুলে ধরেন গণঅভ্যুত্থানের তাৎপর্য ও প্রেরণা।
প্রতিযোগিতা আয়োজন এবং শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসে কলেজে ক্রীয়াশীল ছাত্র সংগঠন— ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
আয়োজকেরা বলেন, “শুধু পাঠ্যবইয়ের মধ্যেই ইতিহাস সীমাবদ্ধ থাকলে চলে না, এই ধরনের শিল্পভিত্তিক আয়োজন শিক্ষার্থীদের মনের মধ্যে ইতিহাসকে জীবন্ত করে তোলে।”