নির্মাণাধীন ভবনের ছাদে জ্বলন্ত আগুনে দাউ দাউ করে পুড়ছে এক যুবক। নিচে থাকা শত' শত' মানুষ এ মর্মান্তিক দৃশ্য দেখে হা-হুতাশ করছেন, সৃষ্টিকর্তাকে ডাকছেন সবাই। কেউ ফোন করছেন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে। স্থানীয়রা উপরে যেতে যেতেই যুবকের বুক, গলা পুড়ে ঘটনাস্থলেই শেষ!
শনিবার বিকাল ৩টার দিকে যশোরের কেশবপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে থানা পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে।
নিহত হতভাগা তুহিন পাশ্ববর্তী মণিরামপুর উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ছিলেন একজন থাইগ্লাস মিস্ত্রী।
স্থানীয়রা জানান, বাসস্ট্যান্ড এলাকায় উপজেলার বাউশালা গ্রামের আনিসুর রহমান বহুতল ভবন নির্মাণ করছেন। ভবনের উপর দিয়েই ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের সঞ্চালন লাইন গেছে। ওই ভবনে থাইগ্লাস লাগানোর কাজ করছিলেন তুহিন। হঠাৎ করেই তুহিনকে পুড়ে মারা যেতে দেখেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ভবন মালিক নিয়মনীতি উপেক্ষা করেই ভবনটি নির্মাণ করছিলেন। এছাড়া ছাদে মিস্ত্রি কাজ করলেও সেখানে হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন থাকলেও কোন প্রতিরোধ মূলক ব্যবস্থা ছিলো না।
কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


























