সোমবার মহেশপুরে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় - রানার
ঝিনাইদহের মহেশপুরে জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা কৃষি অফিসে নারী ও পুরুষ চাষিদের মধ্যে এ প্রশিক্ষণ দেওয়া হয় ।
তাত্ত্বিক ক্লাস দিয়ে শুরু হয় এ প্রশিক্ষণ । চলে বেলা ১২টা পর্যন্ত। এরপর নারী-পুরুষ চাষিদের নিয়ে যাওয়া হয় মাঠে ব্যবহারিক ক্লাসের জন্য। চলে দুপুর ২টা পর্যন্ত। মাঠে চাষিদের শেখানো হয় মালচিং পদ্ধতি ব্যবহার করে কম খরচে কীভাবে আধুনিক উপায়ে টমেটো চাষ করা যায় ।
এসময় উপ-প্রকল্পের নির্বাচিত ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা (সবজি চাষী ) উপস্থিত থেকে প্রশিক্ষণ অংশ গ্রহণ করেন । প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহেশপুর অফিসের সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক রাকিব হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা পিকেএসএফের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার (ট্রেনিং) মোহাম্মদ সালাহ্ উদ্দিন, খুলনা নবলোক পরিষদের কর্মসূচি সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান, নবলোক পরিষদ যশোরের প্রকল্প ব্যবস্থাপক ইব্রাহিম খলিল ।


























