বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্কিল না থাকলেও দরকার ক্লিয়ার ভিশন

মোঃ ইয়ার আলী

প্রকাশিত: ১৯:৪৯, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:৫৯, ১৬ আগস্ট ২০২৫

স্কিল না থাকলেও দরকার ক্লিয়ার ভিশন

ফায়াজ নামে একটি ছেলের স্বপ্ন অনেক বড়। সে নতুন কিছু আবিষ্কার করতে চায়। সে ঠিক করলো হেলথ সম্পর্কিত  একটি অ্যাপ বানাবে। কিন্তু প্রধান সমস্যা হলো- ফায়াজের কোনো স্কিল বা দক্ষতা  নেই। সে ঠিক করলো এই বিষয়ে যে স্কিলগুলো লাগবে সেই সব ‘স্কিল’ বা দক্ষতা অর্জন করবে। তার মানে- প্রোগ্রামিং, অ্যাপ ডিজাইন ও মার্কেটিং; অর্থাৎ সব কিছু সে একাই করবে।
সে এইভাবে প্লান করে ২-৩ দিন কাজ করার পর বুঝতে পারলো এই কাজ তার জন্য না। সে আবার নতুন কিছু করার কথা চিন্তা করলো। এভাবেই সে বছরের পর বছর নতুন কিছু শেখার চেষ্টা করে এবং দিন শেষে সে কোন কিছু করতে পারে না।

এখন প্রথম প্রশ্নটা হলো- ফায়াজের সাথে আপনি নিজেকে ‘রিলেট’ (সম্পর্কিত) করতে পারছেন কী না। আপনি যখন কোনো কিছু শুরু করেন; তখন আপনি নিজেই সব কিছু করতে চান। আর সেই সময় আপনার ওই কাজের জন্য হয়তো নির্দিষ্ট কোনো স্কিল শেখা লাগবে। আপনি ঠিক করেন আপনি স্কিলটা শিখবেন। এমনকি আপনি সার্চ করেন স্কিলটা শিখতে কতদিন সময় লাগতে পারে। কারণ, আপনি জানেন যত দ্রুত আপনি স্কিলটা শিখতে পারবেন; আপনি তত দ্রুত আয় করতে পারবেন। অথচ আপনি এই সময়টা নষ্ট না করে আজ থেকেই নিজের স্বপ্নের পেছনে কাজ করতে পারতেন।

আমরা সবাই ভাবি নিজের কোন বিজনেস, অ্যাপ, ওয়েবসাইট বানাতে হলে আমাদের ওই সম্পর্কিত কাজ জানা লাগবে। জানলে অবশ্যই ভালো, তবে না জানলেও আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন।
অ্যাপলের স্টিভ জবস, আলিবাবার জ্যাক মা, এয়ারবিএনবি-র ব্রায়ান চেস্কি, এরা তিন জন কিন্তু সফটওয়ার রিলেটেড কাজ করেছে। কিন্তু এদের কেউ কোডিং জানতো না। অর্থাৎ এরা কেউই প্রোগ্রামার না। কিন্তু এদের প্রত্যেকের ভিশন ছিল। নির্দিষ্ট সমস্যা সমাধান করার ‘মাইন্ডসেট’ ছিল। কোডিং এর স্কিল না থাকলেও ছিল টিম বিল্ডাপ করার স্কিল।

ওজনিয়াকের মতো প্রযুক্তিগতভাবে যারা দক্ষ স্টিভ তাদের খুঁজে বের করেছেন এবং তাদেরকে একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য অবিশ্বাস্যভাবে মোটিভেট (অনুপ্রাণিত) করেছেন।

জ্যাক মা তার ১৮ জন বন্ধুকে তার  ভিশনের ওপর বিশ্বাস স্থাপন করিয়েছে এবং সেই ১৮ জনের প্রযুক্তিগত যেই জ্ঞান ছিল সেটা দিয়ে তারা আলিবাবার মতো বিশাল একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করেন।
ব্রায়ান চেস্কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাথানের সাথে মিলে টিম তৈরি করেন। নাথানই এয়ারবিএনবি-র প্রাথমিক সংস্করণ তৈরি করেছিলেন। আর এই তিনটা কোম্পানির ভ্যালু (মূল্য) এখন হাজার হাজার কোটি টাকা।
স্টিভ জবস, জ্যাক মা, ব্রায়ান চেস্কি এদের প্রোগ্রামিংয়ের স্কিল না থাকলেও ছিলো ক্লিয়ার ভিশন, নতুন কিছু চিন্তা করার মানসিকতা, তারা যেটা পারে না সেই বিষয়ে দক্ষ লোক খুজে বের করা, টিমের মেম্বারদের সবসময় অনুপ্রেরণা দেওয়া, মার্কেটিং ইত্যাদি। এভাবে নিজের লক্ষ্যের জন্য টিম বিল্ডাপ করা এবং সেটাকে লিড দেওয়াটাও কিন্তু একটা স্কিল।

এখন আমি আপনি কি করতে পারি। আপনার যদি নির্দিষ্ট কোন লক্ষ্য থাকে আর আপনার যদি সেই বিষয়ে স্কিল না থাকে তাহলে যারা ইতোমধ্যে দক্ষ তাদের খুঁজে বের করুন। তাদের আপনি আপনার ভিশনটা ক্লিয়ার করুন। মোটিভেট করুন। তাহলে আপনার আর স্কিল শেখার পেছনে সময় ব্যয় করতে হবে না। আপনি আজ থেকেই আপনার লক্ষ্যের পেছনে ছুটতে পারবেন।
তবে হ্যা, আপনার হার্ড স্কিল না থাকলেও কমিউনিকেশন স্কিল (যোগাযোগ দক্ষতা), ক্রিটিকাল থিংকিং (পর্যলোচনামূলক চিন্তা), প্রবলেম সলভিং (সমস্যা সমাধান), মার্কেটিং-এই সব স্কিল থাকতে হবে। একটি টিম লিড দিতে হলে এগুলো জানা লাগবে। টিমকে পরিচালনা করাও একটি স্কিল।

আমি একাই একটি বিজনেস দাঁড় করাবো। আমি একাই একটি স্টার্টাপ শুরু করবো। আমি একাই একটি সফটওয়্যার বানাবো। মানে সব কিছু আমি কন্ট্রোল করবো। এই মানসিকতা থেকে বের হয়ে আসুন। বড় কিছু করতে হলে, ভিন্ন কিছু করতে হলে এই মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। একজন ব্যক্তি সব কিছু পারবে না। এটাই স্বাভাবিক। বাস্তবতা স্বীকার করে আপনাকে আপনার লক্ষ্যের  পেছনে ছুটতে হবে।

 লেখক: মোঃ ইয়ার আলী, কনটেন্ট ক্রিয়েটর
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: