রোববার ০২ নভেম্বর ২০২৫

১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:২৮, ২৮ অক্টোবর ২০২৫

ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হলেন ডা. আব্দুল্লাহ আল মামুন

বিএনপিপন্থী চিকিৎসকদের একমাত্র সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল ঘোষিত কমিটিতে অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি করে ২৭৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়েছে। এছাড়া ৫৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদও গঠিত হয়েছে। কমিটিতে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে মনোনীত হয়েছেন যশোরের সন্তান ও দক্ষিণবঙ্গের সর্ববৃহৎ ডেন্টাল সেবা কেন্দ্র ‘ডেন্টিস্ট পয়েন্টের’ পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন।

মণিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের সন্তান ডা. ডা. আব্দুল্লাহ আল মামুন বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে ডেন্টাল সার্জন পদে কর্মরত থাকার পাশাপাশি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন।

এরআগে তিনি ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নকালে জাতীয়তাবাদী আদর্শের সক্রিয় রাজনীতি শুরু করেন। এ সময় কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ভিপি ও এজিএস নির্বাচিত হয়েছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদানের পর তিনি ড্যাবের সক্রিয় রাজনীতি শুরু করেন। তিনি ড্যাব ডেন্টাল কমিটির সাংগঠনিক সম্পাদক, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।

 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: