ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর পোশাক নিয়ে এক শিক্ষকের আপত্তিকর মন্তব্যের একটি অডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গত মঙ্গলবার রাতে চার মিনিট সাত সেকেন্ডের অডিওটি ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযুক্ত শিক্ষক অধ্যাপক নাছির উদ্দীন মিঝি আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষক সংগঠন গ্রিন ফোরামের সদস্য।
ফাঁস হওয়া অডিওটিতে ওই শিক্ষককে ক্ষুব্ধ কণ্ঠে সাজিদ হত্যার বিচার চেয়ে করা আন্দোলন নিয়ে এক শিক্ষার্থীকে শাসাতে শোনা যায়। তাঁকে বলতে শোনা যায়, ‘ন্যাংটা মাইয়া কতগুলো নিয়ে সেখানে দাঁড়ায়। এক মাইয়া নিয়ে গেছে ওখানে আরেক হাইওয়ান । আমি আল-কোরআনের টিচার। আমি গেছি সাজিদের জানাজায়, আমার সঙ্গে গেছে জিন্সের প্যান্ট পরা, গেঞ্জি পরা মাইয়া। মরে গেছি আমি।’
এদিকে অডিও ফাঁসের পর নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অধ্যাপক মিঝি। তিনি বলেন, ‘আমি নিহত সাজিদ আব্দুল্লাহর জন্য বিভাগের ছাত্র-শিক্ষকদের নিয়ে আন্দোলন করেছি। তবে ব্যক্তিগতভাবে এক ছাত্রের সঙ্গে কথা বলতে গিয়ে আমার অসাবধানতাবশত কিছু শব্দচয়নে ভুল হয়েছে বলে মনে করি। এটা স্লিপ অব টাং। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং নিঃশর্ত ক্ষমা চাই।

























