বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আগামী মাসেই আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল

জাতীয় নির্বাচন করতে চার মিলিয়ন  ইউরো সহায়তা ঘোষণা ইইউ’র

রানার প্রতিবেদক, ঢাকা অফিস

প্রকাশিত: ২০:২৪, ১৯ আগস্ট ২০২৫

জাতীয় নির্বাচন করতে চার মিলিয়ন  ইউরো সহায়তা ঘোষণা ইইউ’র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক মানদণ্ডে রূপ দিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) চার মিলিয়ন ইউরো’র সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল ছাড়াও ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এটি ছিল বর্তমান ইসির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের চতুর্থ বৈঠক।

বৈঠক শেষে মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন আয়োজনের জন্য ইউরোপীয় ইউনিয়ন চার মিলিয়ন ইউরোর বেশি সহায়তা দেবে। আমরা চাই আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য হয়।’

তিনি জানান, এই সহায়তার আওতায় ইসি সরাসরি বিশেষজ্ঞ পরামর্শ, কার্যকর পরিকল্পনা, বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া, ভোটার এডুকেশন, নাগরিক পর্যবেক্ষণ এবং দক্ষতা বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পাবে।
মিলার আরও বলেন, ‘আমরা চাই নির্বাচন কমিশন যেন স্বাধীন, দক্ষ এবং দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে পারে। বাংলাদেশকে আমরা অগ্রাধিকারমূলক দেশ হিসেবে বিবেচনা করছি, বিশেষ করে সম্ভাব্য ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের জন্য।’

আগামী মাসেই ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে বলে তিনি জানান। তবে এটি পূর্ণাঙ্গ মিশন নয়, বরং বিশেষজ্ঞদের কাজ হবে পরিবেশ যাচাই করাÑএখানে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মিশন পাঠানোর মতো অনুকূল পরিস্থিতি আছে কিনা।

এছাড়া দেশীয় পর্যবেক্ষক সংগঠন, ছোট নাগরিক সংগঠন এবং ভুয়া তথ্য প্রতিরোধেও ইইউ কাজ করবে বলে জানান মিলার।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: