যশোর সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার দলেনগর এলাকার আছিয়া খাতুন (২৮) চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে যান। তিনি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে করোনারি কেয়ারের ৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই লাইনে থাকা এক নারী তার গলা থেকে স্বর্ণের চেইন ছিঁড়ে নেওয়ার চেষ্টা করে।
আছিয়া খাতুন তা টের পেয়ে দ্রুত ওই নারীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ঝর্না (২৮) বলে জানান এবং স্বীকার করেন, তার সহযোগী জুলেখা (২৩) ঘটনাস্থলেই উপস্থিত ছিল। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকেই আটক করে থানায় নিয়ে যায়।
আটক দুই নারী ঝর্না ও জুলেখা দুজনেই রূপদিয়া তেলপাম্প এলাকার বাসিন্দা। তাদের স্থায়ী ঠিকানা পাবনা জেলায়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


























