
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় যশোরের কেশবপুরে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার গৌরিঘোনায় 'বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচার কমিটি এ আয়োজন করে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনুর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন, হাফেজ শামছুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু ও পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা। উপস্থিত ছিলেন, কেশবপুর কলেজের সাবেক প্রো ভিপি ও গৌরিঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউনুছ, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, গৌরীঘোনা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহজাহান শেখ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবলু রহমান, যুবনেতা আশিক সরদার, বাহরুল ইসলাম, এনামুল ইসলাম, ছাত্রদল নেতা মনিরুজ্জামান প্রমুখ। এ সময় বিএনপির তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।