শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে এমএম কলেজে মানববন্ধন

এস এ সিয়াম

প্রকাশিত: ১৮:০৩, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:০৯, ২৭ আগস্ট ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে এমএম কলেজে মানববন্ধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ফি অযৌক্তিকভাবে বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন করেছে এমএম কলেজ ছাত্রদল

বুধবার সকালে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে ব্যানার-ফেস্টুন নিয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন  একে একে তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে ফি বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানান

শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই ফরম পূরণের ফি বাড়িয়ে দিয়েছে, যা অধিকাংশ আমাদের জন্য একটি বড় ধাক্কামধ্য নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত ফি বহন করা খুবই কষ্টকর

এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, এমএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক শেখ হাসান ইমাম, সদস্য সচিব কামরুল ইসলামনেতৃবৃন্দরা বলেনজাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক দেশে যেখানে শিক্ষার সব উপকরণের দাম দিন দিন বাড়ছে, সেখানে আবার ফরম পূরণের ফি বৃদ্ধি শিক্ষার্থীদের জন্য এক ভয়াবহ চাপ তৈরি করবে

তারা আরো বলেন, অবিলম্বে জাতীয় বিশ্ববিদ্যালয় এই অন্যায় অযৌক্তিক ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে

মানববন্ধনে জেলা ছাত্রদলের সহ-সভাপতি বেনজির বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম টিপু, এমএম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু, টিটোন তরফদার, গোলাম সরোয়ার, শিবলি অমিত,ছাত্র নেতা আব্দুস সামাদ, মেহেদী হাসানসহ  ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের বহু সংখ্যক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা পুনরায় এক কণ্ঠে ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: