বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুরে গার্মেন্টস ও গোডাউনে আগুন : ৯ মরদেহ উদ্ধার

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ১৪ অক্টোবর ২০২৫

মিরপুরে গার্মেন্টস ও গোডাউনে আগুন : ৯ মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের রুপনগর শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও আরেকটি রাসায়নিকের গোডাউনে আগুনের ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদহে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। 

জানা গেছে, এদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থল থকেে সাংবাদিকদের জানান, আগুন লাগা পোশাক কারখানার দুটি তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এখন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক, হাইড্রোজেন পার–অক্সাইডের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে সময় লাগছে। রাসায়নিকগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা চলছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: