
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৪৮ কৃতি-শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় স্কুলটিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল- গান ও নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ফলে সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবে পরিণত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষ জানায়, এবারের এসএসসি পরীক্ষায় স্কুলটির অথৈ মিত্র ১১৫০ নম্বরের মধ্যে ১১২৮ নম্বর পেয়ে যশোর জেলায় প্রথম এবং সারাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও স্কুলটির সভাপতি আজাহারুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তুরস্কের সেনাবাহিনীর নেকড়ে প্রতীক ব্যবহার সম্পর্কিত একটি প্রেরণামূলক গল্প তুলে ধরে বলেন- নেকড়ে আমাদের শেখায় বিশ্বাস, আস্থা এবং সুন্দর সম্পর্কের মূল্য।
সংর্বনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত ডেপুটি কমিশনার (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ ও জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। সভাপতিত্ব করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ণ মিত্র ও কৃতি শিক্ষার্থী মাইমুনা খান।