
চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ৬ জনের মৃত্যু হয়েছে। সদর থানা পুলিশ এ খবর নিশ্চিত করেছে। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার থেকে রোববার রাত সাড়ে ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটেছে ।
পুলিশ প্রাথমিকভাবে ৬ মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করতে পেরেছে। অন্যান্য ব্যক্তিদের পরিচয় ও আরো কেউ মারা গেছে কি না তার অনুসন্ধানে মাঠে নেমেছে পুলিশ।
যাদের নাম-পরিচয় জানা গেছে তারা হলো, চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সুমনের ছেলে লাল্টু, শংকরচন্দ্র মাঝের পাড়া নবীসদ্দিনের ছেলে শহীদ মোল্লা , শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার ছমির উদ্দীন, খাজুরা গ্রামের সেলিম, পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে লালটু এবং নফরকান্দী গ্রামের খেদের আলী। মারা যাওয়া ব্যক্তিরা সবাই পেশায় দিন মজুর ।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর ১০/১২ জন ডিঙ্গেহ এলাকার গোপন স্থানে বিষাক্ত চোলায় মদ পান করেন। শনিবার সন্ধ্যার পর ৩ জনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
এদিকে রোববার সন্ধ্যার পর ৩ ব্যক্তি মদ্যপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। অজ্ঞাত পরিচয় ১ জনের অবস্থা আশঙ্কাজনক। অসুস্থ সবাই সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তিনি আরো জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠে কাজ করছে তবে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।
ঘটনাটি জানাজানি হলে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্য ব্যক্তিদের ৪ জনের দাফন হয়েছে ও দুজনের মরদেহ ময়মাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।