বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে অস্ত্র উদ্ধার, আটক দুই 

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১৮:৪২, ১২ অক্টোবর ২০২৫

ঝিনাইদহে অস্ত্র উদ্ধার, আটক দুই 

ঝিনাইদহে অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর সোয়া চারটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে যৌথবাহিনীর অভিযানে আটক হন ওই দুইজন হলেন- বিষয়খালী গ্রামের লতিফ মিয়ার ছেলে কালু (৪০) ও সুলতান মিয়ার ছেলে বাদশা মিয়া (৪৮)।  পরবর্তীতে জিজ্ঞাসাবাদে কালু তার কাছে আরো বিস্ফোরক দ্রব্য থাকার কথা স্বীকার করে। এ সময় আরও দুটি শটগান এমোনেশন, তিনটি  ওয়ান স্যুটার এমোনেশন, তিনটি হাত বোমা ও ২টি ককটেল উদ্ধার করা হয়। আটক কালু তার সহযোগী বাদশা’র সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। 

পরবর্তীতে যৌথ বাহিনী বাদশার বাড়িতে অভিযান পরিচালনা করে। বাদশা পালানোর চেষ্টা করলে তাকে ঘিরে ফেলা হয় এবং তাকেও আটক করা হয়। পরবর্তীতে রোববার বিকেলে আসামিদেরকে ঝিনাইদহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় । 

ঝিনাইদহ সেনা ক্যাম্প কমান্ডার জানান, সমাজ থেকে অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। 

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ ক্যাম্পের একটি দল সদর উপজেলার বিষয়খালী গ্রামে অভিযান পরিচালনা করে দুই জনকে অস্ত্রসহ আটক করে।  রোববার বিকেলে তাদের থানায় কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হচ্ছে। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: