বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জীবননগরে বৃদ্ধার আত্মহত্যা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৮:৪৩, ১২ অক্টোবর ২০২৫

জীবননগরে বৃদ্ধার আত্মহত্যা

জীবননগরে চোখের যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে হালিমা খাতুন (৬৫) নামে এক নারী আত্মহত্যা করেছে। গত শনিবার ভোরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের পুরাতন পাড়ায় এই ঘটনা ঘটে। হালিমা খাতুন একই গ্রামের মৃত হযরত মন্ডলের স্ত্রী। 

পরিবার সূত্রে জানা যায়, হালিমা খাতুন গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা ইমপ্যাক্ট হাসপাতাল থেকে চোখের অপারেশন করান। পরে বাড়িতে আসার পর থেকে তার চোখের ব্যাথা ও জ্বালাযন্ত্রণায় কাতরাতে থাকে। চোখের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে শনিবার ভোরে বাড়ির রান্নাঘরে জানালার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে। এতে সেখানেই তার মৃত্যু হয়। 

জীবননগর থানা ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, মাধবখালী গ্রামে এক বৃদ্ধার আত্মহত্যার খবর পেয়ে সেখানে সেখানে ফোর্স পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। 
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: