বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যৌথ পারমাণবিক মহড়া আয়োজন করছে রাশিয়া ও বেলারুশ

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১৪ আগস্ট ২০২৫

যৌথ পারমাণবিক মহড়া আয়োজন করছে রাশিয়া ও বেলারুশ

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বেলারুশে পাঁচ দিনব্যাপী ‘জাপাদ ২০২৫’ নামের সামরিক মহড়া অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবে রাশিয়া ও বেলারুশের সামরিক বাহিনী। ১৩ আগস্ট বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস।

মহড়ায় নতুন ও বহু আলোচিত রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর সক্ষমতা যাচাই করা হবে। এই মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে অগ্রসর হতে পারে এবং ৬টি ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি বিনা বাধায় ৩ হাজার কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে পারে। মস্কোর দাবি, বিশ্বের অন্য কোনো দেশের কাছে এই ধরনের সক্ষমতা নেই।

ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথমবার ইউক্রেনে ব্যবহার করা হয় গত বছরের নভেম্বরে। চলতি বছরের শেষের দিকে রাশিয়া বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: