
গাজায় মানুষের প্রয়োজন মেটাতে চাহিদার তুলনায় মাত্র ১০ শতাংশ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করছে। এ কারণে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ১০৭ জন শিশুসহ অনাহারজনিত মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরা ও মিডল ইস্ট মনিটরের।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল ১৪ আগস্ট সন্ধ্যায় বলেছেন, প্রতিদিন অন্তত ১,০০০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করা প্রয়োজন। কিন্তু বর্তমানে সেখানে প্রতিদিন মাত্র প্রায় ১০০টি ট্রাক প্রবেশ করছে, যার বেশিরভাগই বাণিজ্যিক ব্যবসায়ীদের কাছে যাচ্ছে এবং বাজারের চাহিদা পূরণ করছে না।
গত ২ মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য, ত্রাণ, চিকিৎসা সহায়তা, পণ্য ও জ্বালানি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে, যার ফলে মানবিক পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে।
এ সময়ে দুই লাখ নয় হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ও আহত করা হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়াও নয় হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে।