বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক সোমবার

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:০২, ১৬ আগস্ট ২০২৫

ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠক সোমবার

যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনে আলোচনা করতে সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, আলাস্কা বৈঠকে পর ট্রাম্পের সঙ্গে ‘দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ আলাপ’ করেছেন এবং পরে ইউরোপীয় নেতাদের সঙ্গেও আলোচনা করেছেন। খবর সিএনএন

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, এক বিবৃতিতে জেলেনস্কি বলেন— ‘ইউক্রেন সর্বোচ্চ প্রচেষ্টার সঙ্গে শান্তি অর্জনের জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে রাশিয়ার নেতার সঙ্গে তার বৈঠক এবং আলোচনার মূল বিষয়সমূহ সম্পর্কে অবহিত করেছেন। এটি গুরুত্বপূর্ণ যে আমেরিকার শক্তি পরিস্থিতির উন্নয়নে প্রভাব ফেলছে।’

তিনি আরও বলেন, ‘সোমবার আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করব, হত্যাকাণ্ড এবং যুদ্ধ শেষ করার সব বিস্তারিত আলোচনা করার জন্য। আমাকে আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ।’ এছাড়া জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক সমর্থন করেছেন বলে জানিয়েছে সিএনএন।

জেলেনস্কি জানান, আলাস্কা সম্মেলনের পর ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টা একান্তে কথা হয়েছে এবং পরে ইউরোপীয় নেতারা ফোনালাপে যোগ দিয়েছেন, যা মোট মিলিয়ে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে। তিনি বলেন, ‘ইউক্রেন জোর দিয়ে বলতে চায়— নেতাদের স্তরে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা যেতে পারে, এবং ত্রিপক্ষীয় ফরম্যাট এই জন্য উপযুক্ত।’

জেলেনস্কি আরও উল্লেখ করেন, ‘ইউরোপীয় নেতাদের প্রতিটি পর্যায়ে যুক্ত থাকা গুরুত্বপূর্ণ যাতে আমেরিকার সঙ্গে মিলিয়ে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যায়।’ তিনি যোগ করেন, ‘আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতকরণে অংশগ্রহণের ইতিবাচক সংকেত নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের অবস্থান সকল অংশীদারদের সঙ্গে সমন্বয় করছি। আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা সাহায্য করছেন।’

উল্লেখ্য, এর আগে গত ৩১ এপ্রিল হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন ভলোদিমির জেলেনস্কি। তবে তীব্র বাকবিতণ্ডায় ভেস্তে যায় সে বারের আলোচনায়।
ট্রাম্প জেলেনস্কিকে বলেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে। তিনি বলেন, ‘ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় তাকে (জেলেনস্কি) কিছু ছাড় দিতে হবে। কিন্তু আশা করি, বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলে বেড়াচ্ছে।’

ট্রাম্পের এ কথার পরিপ্রেক্ষিতে জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম উল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত নয়। পুতিনের বিষয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি। একজন খুনির সঙ্গে কোনো ধরনের সমঝোতা না করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান তিনি।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: