
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৯২ জন। ২৪ আগস্ট সন্ধ্যা থেকে ২৫ আগস্ট সন্ধ্যা পর্যন্ত সময়ের এ হিসাব দিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৫ আগস্ট সন্ধ্যার পর এক বিবৃতিতে তারা জানিয়েছে, নিহতদের মধ্যে ৫৮ জন প্রাণ হারিয়েছেন বিমান হামলার গোলায়, আর বাকি ২৮ জন নিহত হয়েছেন খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ২৫ আগস্ট ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে ৮৬ জনের মরদেহ এবং ৪৯২ জন আহত অবস্থায় আনা হয়েছে। তবে ধ্বংসস্তূপে আটকে পড়া অনেককে এখনও উদ্ধার করা যায়নি, ফলে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৫ আগস্ট পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৭৪৪ জনে, এবং আহত হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি।
এছাড়া, গত পাঁচ মাসেই (১৮ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত) গাজায় প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৯০০ জন, আহত হয়েছেন ৪৬ হাজার ২১৮ জন। ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষের ওপরও হামলা চালাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৭ মে প্রথম এ ধরনের হামলার ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় নিয়মিতভাবেই ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটছে।
২৭ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ত্রাণ নিতে গিয়ে নিহত হয়েছেন ২ হাজার ১২৩ জন, এবং আহত হয়েছেন ১৫ হাজার ৬১৫ জনেরও বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়, যেখানে ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। এরপরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলছে।
যদিও গত ১৯ জুন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের মধ্যস্থতায় দুই মাসের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছিল, সেটি ভেঙে যায় ১৮ জুলাই। এরপর থেকেই আবারও পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
বর্তমানে ধারণা করা হচ্ছে, হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মধ্যে ১৫ থেকে ২০ জন এখনও জীবিত রয়েছেন। তাদের উদ্ধার করতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় বারবার ইসরায়েলকে গাজায় অভিযান বন্ধের আহ্বান জানিয়ে আসছে। ইতোমধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি ধ্বংস এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে।
সূত্র: আনাদোলু এজেন্সি