শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেই নিয়মিত বেতন তুলছেন পরিছন্নকর্মী সজল

প্রতিনিধি, লোহাগড়া (নড়াইল) 

প্রকাশিত: ১৯:৪২, ২৮ আগস্ট ২০২৫

বিদ্যালয়ে অনুপস্থিত থেকেই নিয়মিত বেতন তুলছেন পরিছন্নকর্মী সজল

নড়াইল সদর উপজেলার কামালপ্রতাপ শালিখা ঝিকিড়া ইউনিয়ন ইন্সটিটিউশনের পরিচ্ছন্ন কর্মী সজল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও সরকার প্রদত্ত বেতন-ভাতা উত্তোলন করছেন। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত ওই পরিচ্ছন্নকর্মীর তদন্ত সাপেক্ষে শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। সজল আলী নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের জনাব আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পরিচ্ছতাকর্মী সজল আলী গত দু’মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় কর্তৃপক্ষ এই কর্মচারীকে বার বার নোটিশ দিলেও তিনি কোন সাড়া দেননি। তার অনুপস্থিতিতে বিদ্যালয়ের কাজ ব্যাহত হচ্ছে।

দ্রুত সময়ের মধ্যে পরিচ্ছন্নকর্মী সজলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে সজলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে মঙ্গলবার (২৬ আগস্ট) সরেজমিনে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎকে পাওয়া না গেলে সহকারী প্রধান শিক্ষক জামাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, সজল অনুপস্থিত থাকার কারণে তাকে বারবার নোটিশ করা হয়েছে। তবে সেসব নোটিশের কোন কর্ণপাত করেননি তিনি। 

তিনি আরও বলেন, এ বিষয়টি অত্র বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেনকে অবগত করা হয়েছে। শিক্ষা অফিসার তাকে পুনরায় শোকজ করেছেন। চলতি আগস্ট মাসের মধ্যে সজল যদি শোকজের উত্তর না দেয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান সহকারী শিক্ষক জামাল হোসেন।

এ বিষয়ে শিক্ষা অফিসার আনোয়ার হোসেন বলেন, ‘সজল অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরেছি। সজল অনুপস্থিত থাকার কারণে তার বেতন স্থগিত করার জন্য অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎকে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তদন্তে করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: