
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গত কয়েকদিনের ভারি বর্ষণে আকস্মিক বন্য, ভূমিধসে বহু হতাহত হয়েছে। এছাড়া নদীর স্রোতে ভেঙে পড়েছে একটি সেতু, বিদ্যুৎ লাইন ও টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এমন তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, কাটরায় বৈষ্ণোদেবীর মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পুলিশের এসএসপি রিয়াসি পরমবীর সিং এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ডোডা জেলায় পানিতে পড়ে ৩ জন্য নিখোঁজ রয়েছেন এবং বাড়ি ধসে পড়ে একজন নিহত হয়েছে। নিচু এলাকা থেকে বহু মানুষকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে। নদী ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে বলেছে কর্তৃপক্ষ।
জম্মু ও কাশ্মীর অঞ্চলের প্রায় সবগুলো নদীই বিপদসীমার উপর দিয়ে বইছে। মঙ্গলবার জম্মুর ভগবতী নগরে চতুর্থ তাউই সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। ভিডিওতে দেখা গেছে গাড়ি পারাপারের সময় সেতুটির একটি অংশ ধসে পড়ে। এ সময় আক্রান্ত গাড়িতে থাকা আরোহীরা বের হয়ে আসেন।
জম্মু শ্রীনগর এবং কিশতওয়ার-ডোডা জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন চলাচল। তিন দিন ধরে ভারি বৃষ্টিপাত হচ্ছে এই অঞ্চলে। দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় কাঠুয়ায় সর্বোচ্চ ১৫৫.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এরপর দোদার ভাদেরওয়ায় ৯৯.৮ মিমি, জম্মুতে ৮১.৫ মিমি এবং কাটরায় ৬৮.৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।