শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে ‘আনুগত্যে বাধ্য করা’ : খামেনি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ২৬ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানকে ‘আনুগত্যে বাধ্য করা’ : খামেনি

ইসরাইলি শাসনব্যবস্থাকে বিশ্বের ‘সবচেয়ে ঘৃণিত’ শাসনব্যবস্থা হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য হলো ইরানকে নিজের ইচ্ছামতো পরিচালিত করা এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা।

২৬ আগস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়, খামেনির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে হিব্রু ভাষায় একটি পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে: “আজকের বিশ্বে সবচেয়ে ঘৃণ্য শাসনব্যবস্থা হলো ইহুদিবাদী শাসনব্যবস্থা। বিশ্ববাসী এই সরকারের ওপর ক্ষুব্ধ, এমনকি অনেক রাষ্ট্রও তাদের নিন্দা জানায়।”

খামেনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে হামলা চালিয়েছে, তা ইসলামি প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। এই হামলার নেপথ্যে রয়েছে একটি পরিকল্পিত রাজনৈতিক উদ্দেশ্য।

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র চায় ইরানকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে, যেখানে তারা আমাদের নিজেদের ইচ্ছায় পরিচালনা করতে পারে। তবে ইরানি জনগণ, সামরিক বাহিনী ও সরকার ঐক্যবদ্ধ থেকে শত্রুর ষড়যন্ত্র প্রতিহত করেছে।”

বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার অপচেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন খামেনি। তিনি বলেন, “শত্রুর প্রধান কৌশল হলো বিভক্তি সৃষ্টি করা। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এজেন্টরা আমাদের সমাজে ফাটল ধরাতে মরিয়া।” তবে এই ষড়যন্ত্র ব্যর্থ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

“আল্লাহর অশেষ কৃপায় আজ ইরানি জাতি ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও, যখন দেশের সার্বভৌমত্ব ও শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রশ্ন আসে, তখন জনগণ এক হয়ে যায়।”
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: