শুক্রবার ২৯ আগস্ট ২০২৫

১৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি আইপিএস প্রদান

কাজী ইমরান, লোহাগড়া (নড়াইল) 

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ আগস্ট ২০২৫

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি আইপিএস প্রদান

ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এছাড়া তিনি নিরবচ্ছিন্ন  চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে ৩টি আইপিএস প্রদান করেছেন।

সোমবার (২৫আগস্ট) সকালে ড. ফরিদুজ্জামান ফরহাদ লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। এছাড়াও হাসপাতালের স্বাস্থ্যসেবার গুণগত মান সম্পর্কে হাসপাতালের কর্মকর্তা, ডাক্তার ও নার্সদের সাথে এক মতবিনিময় সভা করেন।  সভা শেষে তিনি হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জায়গায় ৩টি আইপিএস প্রদান করেন। যাতে বিদ্যুৎ চলে গেলেও রোগীরা আইপিএস এর মাধ্যমে চিকিৎসা সেবা পায়।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: কিশোর সাহা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, এনপিপির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বেলাল আহম্মদ, নজরুল ইসলাম, এনপিপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, সাংগঠনিক সম্পাদক মো: ফকরুজ্জামান, এনপিপির নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনপিপি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি শেখ হাফিজুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, সিনিয়র  যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক  মো. মুসা মোল্যা, এনপিপির সিনিয়র সহ-সভাপতি মো. বদরুল আলম, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, এনপিপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, উপজেলা যুব ফ্রন্টের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান অপুসহ প্রমুখ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: