বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক বিজয়

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণপদক বিজয়

সশরীর ও অনলাইন মিলিয়ে ২০টি দেশের ৯০ জন প্রতিযোগীর অংশগ্রহণে শেষ হলো ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রনমি অলিম্পিয়াডের চতুর্থ আসর। ছয় সদস্যের বাংলাদেশ দল এতে অংশগ্রহন করে।
 
রাশিয়ার  শিক্ষা  মন্ত্রণালয় এবং সিরিয়াস এডুকেশন সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয় এই অলিম্পিয়াডের।  গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাশিয়ার উষ্ণতম শহর সোচির সিরিয়াস অলিম্পিক সিটিতে বসেছিলো  এই আন্তর্জাতিক আসরটি।

সমাপনী দিনে আজ ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিরিয়াস কনফারেন্স সেন্টারে রাশিয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. ওলেগ মালাকভ সহ রাশিয়ান শিক্ষা মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের উপস্থিতিতে  এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফলাফল ঘোষণা এবং বিজয়ী প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও মেডেল প্রদান  করা হয়।

বাংলাদেশ এর ১টি স্বর্ণপদক পেয়েছে  পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, যশোর এর দশম শ্রেণির শিক্ষার্থী মোঃ মখদুম আমিন ফাহিম। দুটি রৌপ্য পদক পেয়েছে সপ্তর্ষি রহমান, এ লেভেল শিক্ষার্থী, হীড ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা এবং মো. রাদিত রাইয়ান, ১২ শ্রেণি, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা।

 এবং ১টি ব্রোঞ্জ পদক পেয়েছে মোঃজুবায়ের হোসেন জিসান, ৮ম শ্রেণি, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী। এছাড়াও সায়ন্তন রায়, ৯ম শ্রেণি, সাউথ হেরাল্ড ইংলিশ স্কুল,খুলনা পেয়েছে  সম্মান সূচক স্বীকৃতি পেয়েছে।

বাংলাদেশের শিক্ষার্থীদের এই সাফল্যের সংবাদে বাংলাদেশ অস্ট্রো-অলিম্পিয়াড জাতীয় কমিটির পরিচালক শাহপার আলম বিজয়ীদের অভিনন্দন জানান। শাহপার আলম বলেন, বিজয়ীদের বরণ করে নেবার জন্য আগামীকাল ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড দল পৌঁছালে, তাঁদের  সম্বর্ধনা প্রদান করা হবে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: