বুধবার ১৫ অক্টোবর ২০২৫

২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে বাঁওড় পর্যটন উৎসব অনুষ্ঠিত 

রানার ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০২৫

যশোরে বাঁওড় পর্যটন উৎসব অনুষ্ঠিত 

টেকসই রূপান্তরের জন্য পর্যটন- স্লোগানে বিশ্ব পর্যটন দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে যশোরে দুই দিনব্যাপী বাঁওড় পর্যটন উৎসব হয়েছে। শনিবার বিকে‌লে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ের মুক্ত মঞ্চে রাজগঞ্জ পর্যটন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ, আলোচনা সভা, শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজগঞ্জ পর্যটন ক্লাবের সভাপতি আলমগীর হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  যশোরের ডি‌সি আজাহারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতা অংশ নেয় । 

আলোচনা সভায় ডি‌সি  আজাহারুল ইসলাম বলেন, পর্যটন একটা কাজের নাম, পেশার নাম। এই জায়গাটা আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এই জায়গাগুলোকে সকলে মিলে আমাদের সঠিকভাবে ব্যবহার উপযোগী করে তুলতে হবে । প্রতিটা পর্যটন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের। শিক্ষার্থীরা চাকরির পেছনে না ছুটে সঠিকভাবে মেধা খাটিয়ে এই পর্যটন কেন্দ্র গড়ে তোলার মাধ্যমে আয় করতে পা‌রে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, মনিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ । 

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট  ও পুরস্কার বিতরণ করা হয়।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: