
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশি ভিসা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশেষ করে ইউরোপ, আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন প্রায় ‘সোনার হরিণ’।
থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যেও ভ্রমণ ভিসা পেতে ব্যাপক জটিলতা তৈরি হয়েছে। এমনকি কিছু দেশ ‘অন-অ্যারাইভাল ভিসা’ প্রদান বন্ধ করে বিমানবন্দর থেকেই বাংলাদেশিদের ফিরিয়ে দিচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পূর্ব ইউরোপে বাংলাদেশি শ্রমবাজার সম্প্রসারণ এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের মাধ্যমে ভিসা সংকট নিরসনের জন্য সমন্বিত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাংলাদেশি পাসপোর্টধারীদের বিভিন্ন দেশে এই ভিসা না পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি জানান, বিষয়টি সমাধানে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।
বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ‘ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের সুনাম বা রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছেÑআমাদের ঘর গোছাতে হবে।’
তিনি আরও জানান, উন্নত রাষ্ট্রগুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের যাওয়ার হার বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘জার্মানি প্রতি বছর পাকিস্তান থেকে ৯ হাজার শিক্ষার্থী নেয়। আমরা চেয়েছি অন্তত সমপরিমাণ শিক্ষার্থী যেন বাংলাদেশ থেকেও নেয়া হয়।’
তৌহিদ হোসেন জানান, তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতাও বাংলাদেশকে নতুন সম্ভাবনায় নিয়ে যাবে।
বিশ্বের বিভিন্ন দেশে ভিসাজনিত জটিলতা দূরীকরণে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অতিরিক্ত প্রচেষ্টার নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশনা দেন অধ্যাপক ইউনূস।
সভায় দেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের (এলডিসি) অগ্রগতি, শ্রমবাজার সম্প্রসারণ ও কূটনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, ‘পূর্ব ইউরোপীয় দেশগুলোতে আমাদের নতুন নতুন শ্রমবাজার তৈরি হচ্ছে। প্রধান উপদেষ্টা সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে আলবেনিয়া ও কসোভোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছেন।’
বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়ার জটিলতা শুধু প্রশাসনিক নয়, বরং আন্তর্জাতিক ইমেজের সঙ্গেও সম্পর্কিত। নতুন সরকার এখন ‘রেপুটেশন রিকভারি’ ও নতুন শ্রমবাজার সৃষ্টির কূটনীতিÑএই দুই কৌশলেই সমস্যার সমাধান খুঁজছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।