বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রিকশাচালককে গ্রেফতার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

রানার ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:০১, ১৭ আগস্ট ২০২৫

রিকশাচালককে গ্রেফতার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক মো. আজিজুর রহমানকে (২৭) কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

রোববার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা তলব করা হয়েছে। একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছে বলেও জানোনো হয়েছে ওই বিবৃতিতে।

এদিকে, সকালে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ধানমন্ডি ৩২ এলাকা থেকে শুক্রবার (১৫ আগস্ট) মো. আজিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীকালে ধানমন্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে শনিবার (১৬ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়।

মুহাম্মদ তালেবুর রহমানে আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে মো. আজিজুর রহমানকে যে মামলায় আাসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে, তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। কিন্তু অনেকেই বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

 

 

 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: