
খাদ্য অধিদপ্তরের সাতটি পদে বড়ধরণের রদবদল করা হয়েছে। রোববার (১৭ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের সংস্থা প্রশাসন-১ শাখার উপসচিব জয়নাল মোল্লা সাক্ষরিত এক আদেশে এ বদলি-পদায়ন করা হয়। এতে চট্ট্রগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়ছার আলীকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরীকে খাদ্য অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক, বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ মামুনুর রশিদকে চট্টগ্রামের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তরের সংগ্রহ বিভাগের অতিরিক্ত পরিচালক জি এম ফারুক হোসেন পাটওয়ারীকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, বরগুনার জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর হোসেনকে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক, খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিনকে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক ও লালমনিরহাট জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক বিদুর কুমার প্রাং’কে পাবনা জেলা সহকারি খাদ্য নিয়ন্ত্রক পদে পদায়ন করা হয়েছে।