
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান ককটেল ও দেশীয় অস্ত্রসহ জহুরুল ইসলাম (৫৩) নামের এ ব্যক্তি আটক হয়েছেন। সোমবার রাতে অভয়নগর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম থেকে তাকে আটক করা হয়। ওই ব্যক্তি বনগ্রামের হাজি নুরুল ইসলামের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। সেখান থেকে জহুরুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে বিচালির গাদার মধ্যে থেকে ৬টি রামদা, ৫ টি চাকু, ১০টি কাঠের লাঠি ও ২০টি ছোট বড় বোমা সাদৃশ্য ককটেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি রবিউল ইসলাম জানান, যৌথ বাহিনীর অভিযানে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে, ককটেল ও দেশীয় অস্ত্রসহ আটক করে। মঙ্গলবার সকালে তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।