
যশোর সদর উপজেলার নতুনহাটে একটি ইট ভাটার সামনে মোটরসাইকেলের ধাক্কায় সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। মঙ্গলবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সাইকেল চালক হারুন বড় মেঘলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। অন্যদিকে, গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মৃত নুরুল আমিন টুকুর ছেলে অর্পণ। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান। গিয়ে দেখেন হারুনের মাথা ফেটে মগজ বেরিয়ে পড়েছে। অন্যদিকে মোটরসাইকেল চালক অর্পণ নিস্তেজ হয়ে পড়ে আছে। এ সময় অর্পণকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে হারুনের পরিবারের লোকজন এসে হারুনের মরদেহ নিয়ে যান।
এ বিষয়ে অর্পণের মা জানান, সন্ধ্যার পর ছেলে মোটরসাইকেল নিয়ে বের হয়। এরপর একজন মোবাইল ফোনে বিষয়টি তাদের জানায়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।
এ বিষয়ে নাভারণ হাইওয়ে পুলিশের ওসি রোকনুজ্জামান বলেন, ঘটনার পরপরই মরদেহ পরিবার নিয়ে যায়। এখনো পর্যন্ত তারা কোনো অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
এদিকে অপর একটি সূত্র জানায়, গুরুতর আহত অর্পণের পকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি নেশাগ্রস্ত ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সাইকেলে ধাক্কা দেন। এতে ঘটনাস্থলে মারা যান সাইকেল চালক হারুন।