মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০২৫

৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে সবার প্রিয় মান্নান স্যারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

রানার প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কেশবপুরে সবার প্রিয় মান্নান স্যারের মৃত্যু, বিভিন্ন মহলের শোক

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কোমরপোল গ্রামের সকলের প্রিয় শিক্ষক আব্দুল মান্নান স্যারের দাফন সম্পন্ন হয়েছে। এরআগে, বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

আব্দুল মান্নান মণিরামপুর উপজেলার ত্রিপুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি পারিবারিকভাবে বিএনপি ঘরানার মানুষ হলেও এলাকায় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে হাসিমুখে মিলেমিশে থাকতেন। একজন সৎ, নির্লোভী, পরোপকারী মানুষ ছিলেন। যার ফলে তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

শুক্রবার শোকসপ্তম পরিবারকে সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে যান, দৈনিক রানার পত্রিকার প্রকাশক উত্তম ঘোষ। এছাড়া শুক্রবার বেলা সাড়ে ১১টায় কোমরপোল আইডিয়াল কলেজ মাঠ প্রাঙ্গণে জানাজা নামাজে অংশ নিয়ে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মাস্টার আব্দুস সামাদ, স্থানীয় চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মোস্তফা বাবু, ইউনিয়ন জামায়াতের আমির আবু সাঈদ সরদার, সহকারি সেক্রেটারি প্রভাষক আবুল কালাম আজাদ, স্থানীয় বিএনপি নেতা ও শমসেরবাগ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শওকত আলী সরদার, মরহুমের সহকর্মী ত্রিপুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মাওলানা আব্দুস সাত্তার, সাবেক ইউপি সদস্য মাস্টার ইসলাম দফাদার ও মরহুমের দুই ছেলে  রাজু আহম্মেদ ও রাসেল আহম্মেদ।

মরহুমের জানাজা নামাজ পড়ান মহল্লার মসজিদের ঈমাম ও কোমরপোল ফাজেল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আলহাজ্ব হযরত আলী সরদার।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: