
ঝিনাইদহের কোদালিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বুধবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপির দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই গ্রুপের শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ ভেসে যায়। এ সময় অপর বিএনপি নেতা টুকু মুন্সি গ্রুপের লোকজন ভেসে যাওয়া মাছ শিকার করে। তখন আব্দুল হাই গ্রুপের অলিয়ার রহমান ও তার ভাই পুকুর মালিক শোয়েব মাছ ধরতে নিষেধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
জানা গেছে, এ ঘটনার জের ধরে বুধবার হরিশংকরপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির জানাজা শেষ করে শোয়েব বাড়ি ফেরার সময় টুকু মুন্সি গ্রুপের লোকজন তার ওপর হামলা করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এরই জের ধরে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ না পাওয়ায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হচ্ছে।