
বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার (জেএসডি) এডহক কমিটির সদস্য করায় আন্দোলন অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে কমিটি থেকে তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।
লিখিত বক্তব্যে ক্রীড়া সংগঠক মাহতাব নাসিব পলাশ উল্লেখ করেন, কাজী এনাম আহমেদ জেলার ক্রীড়া কর্মকান্ডে কখনও জড়িত ছিলেন না। নির্দিষ্ট্র কোনো উদ্দ্যেশে হাসিলের জন্য তাকে জেলা ক্রীড়া সংস্থায় সংযুক্ত করা হয়েছে। আর শ্রী নিবাস হালদারের মতো একজন দক্ষ ক্রীড়া সংগঠনের নাম বাদ দেয়া হয়েছে। ফ্যাসিবাদমুক্ত যশোর ক্রীড়াঙ্গণ গঠনে কাজী এনাম আহমেদকে অপসারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, খান রফিক মোহাম্মদ রতন, সাবেক ফুটবলার সৈয়দ মাসুক মোহাম্মদ সাথী, আখতারুজ্জামান প্রমুখ।
সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে যশোর জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়। অ্যাডহক কমিটি গঠনের আট মাস পর ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদারের স্থলে বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পলাতক নেতা যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই।