বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’র কৌতুক ক-শাখায় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন তথা দেশসেরা হয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন জেইউজের সদস্য ও দৈনিক লোকসমাজের চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপনের একমাত্র সন্তান সাবিক সাদত। সোমবার বিকালে ঢাকায় বিটিভি ভবনে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব শেষে ফলাফল প্রকাশিত হয়।
এর আগে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্বের প্রথম ও দ্বিতীয় রাউন্ডে সেরা হওয়ায় সাবিক চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়। জেইউজে সদস্য হাবিবুর রহমান রিপনের পুত্রের এই সাফল্যের জন্যে জেইউজে নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছে।


























