বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ 

প্রতিনিধি, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ১৬:২৩, ১৬ আগস্ট ২০২৫

কোটচাঁদপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে ট্র্যাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতের এই দুর্ঘটনায় বাসের ৫ যাত্রী আহত হন। দুর্ঘটনার পর বাস ও ট্রাকের চালক এবং হেলপার (সহকারী) পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুটি যানবাহন হেফাজতে নেয়।

প্রত্যক্ষদর্শী মামুন হোসেন বলেন, মহেশপুরের খালিশপুর থেকে  ছেড়ে  আসছিল ঢাকাগামী পূর্বাশা পরিবহনের বাসটি। আর কালীগঞ্জ থেকে খালিশপুরের দিকে যাচ্ছিল ট্রাকটি। পথিমধ্যে কোটচাঁদপুর বলুহর বাসস্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দুমড়ে মুচড়ে যায় যানবাহন দুইটি। এতে আহত হন যাত্রীবাহী পূর্বাশা পরিবহনের ৫ যাত্রী। 

আহতরা হলেন, মহেশপুরের নস্তি গ্রামের সরজিত হালদারের ছেলে বিশ্বজিৎ (৩০),বিশ্বজিৎ হালদারের ছেলে অঙ্কুর হালদার (৪),মহেশপুর আন্দারপুরের শফিকুল ইসলামের স্ত্রী সুখজান (২২), নুরানি পাড়ার খাইরুল ইসলামের স্ত্রী শাহানারা খাতুন (৪৫) ও ঝিনাইদহ সদর উপজেলার মৃত মোহাম্মদ আলির ছেলে আব্দুস সালাম(২০)।

আহতদের মধ্যে বিশ্বজিৎ হালদার (৩০) ও তার ছেলে অঙ্কুর হালদারের (৪) অবস্থা সংকটাপন্ন হওয়ায় কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্ঘটনায় দুইটি গাড়ি দুমড়ে- মুচড়ে গেছে। ওই ঘটনায় ৫ জন আহন হন। দুইটি গাড়ি উদ্ধার করে হেফাজতে নিয়েছিলাম। তবে কারোর কোনো অভিযোগ না থাকায় গাড়ি দুটি মটর শ্রমিকদের হেফাজতে দেওয়া হয়েছে।
 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: