শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫

১২ অগ্রাহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে ছেলের হাতুড়িপেটায় মায়ের মৃত্যু 

প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ১১:৩৮, ১৮ নভেম্বর ২০২৫

ঝিনাইদহে ছেলের হাতুড়িপেটায় মায়ের মৃত্যু 

ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়িপেটায় বিলকিস বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী গ্রামটির বাসিন্দা রাজমিন্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর দুপুরে ছেলে সাকিব হোসেন লাদেন মায়ের কাছে ১০ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে লাদেন ক্ষিপ্ত হয়ে আকস্মিকভাবে তাকে হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে বাথরুমে আটকে রাখে। সূত্রমতে, চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় বিলকিস বেগমকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঘাতক ছেলে সাকিব হোসেন লাদেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: