
৭ দফা দাবিতে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। শুক্রবার বিকেল ৪ টায় এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিত বলেন, দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায়; তখন তারা সংবিধানের দোহাই দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে ও সর্বক্ষেত্রে যদি সংবিধান মানতে হয়, তাহলে তো এই অন্তর্বর্তী সরকারও অবৈধ বিবেচিত হয়। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। একটি কথা পরিষ্কার- হিন্দুস্তান নয় সিদ্ধান্ত নিবে দেশের জনগণ।
অমিত বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না। পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতিতে রাজি না। পরে ঠিকই বিএনপি পিআর নিয়ে আন্দোলন করবে। এই বিএনপি গণভোটেও রাজি ছিল না। এখন রাজি হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে, গ্রামের মানুষদের একাধিক প্রশ্ন পড়ে তার উত্তর দিতে সময় লাগবে। সময়মত ভোট শেষ হবে না। তাই গণভোট জাতীয় নির্বাচনের আগে; ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অমিত বলেন, দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, আপনাদের ধন্যবাদ। একই সাথে জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার শুরু করেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেন। আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতিতে, ভারতের প্রভাবমুক্ত হতে হবে।
বিক্ষোভ মিছিলে জেলা খুলনা বিভাগের বিভিন্ন জেলার জাগপা, যুব জাগপা, শ্রমিক জাগপা এবং জাগপা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।