বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৫

৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দুদকের অভিযান

নাভারণ সরকারি খাদ্যগুদামে নিম্নমানের চাল ও মজুদ ঘাটতি

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ১৫ অক্টোবর ২০২৫

নাভারণ সরকারি খাদ্যগুদামে নিম্নমানের চাল ও মজুদ ঘাটতি

যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্যগুদামে অভিযান চালিয়ে খাওয়ার অনুপযোগী নিম্নমানের চাল ও মজুদ কম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার বিকেলে দুদকের যশোর কার্যালয়ের একটি দল গুদামটিতে অভিযান চালিয়ে এসব অনিয়ম-দুর্নীতির সন্ধান পেয়েছে। 

অভিযান শেষে দুদকের দল গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) জামশেদ ইকবালুর রহমান এবং উপ-খাদ্য পরিদর্শক ফারজানাকে প্রয়োজনীয় কাগজপত্রসহ যশোর দুদক অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
দুদকের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে নির্দেশ পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগ ছিল- গুদামে নিম্নমানের চাল মজুদ রাখা হয়েছে। খামালে চাল কম দেখিয়ে প্রতারণা করা হয়েছে। গুদামের ৪, ৫ ও ৬ নম্বর খামালে নিম্নমানের চাল পাওয়া গেছে।

তিনি আরও জানান, ২০২৫ সালের বোরো মৌসুমে এখানে ১২ হাজার ৬১৬ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের কথা ছিল। দুদক কর্মকর্তারা সরবরাহকারীদের তালিকা চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তা দিতে ব্যর্থ হন। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রতিবেদন আকারে জমা দেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গুদামের প্রতিটি খামালে ১ থেকে ৩ টন করে চাল কম পাওয়া গেছে। ফলে মোট প্রায় ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি ধরা পড়েছে। অভিযোগ রয়েছে, ওসিএলএসডি জামশেদ ইকবালুর রহমান বিধিবহির্ভূতভাবে দেশের উত্তরাঞ্চল থেকে কম দামে চাল কিনে গুদামে জমা দিয়েছেন।

৪, ৫ ও ৬ নম্বর খামালে নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী চাল মজুদ রয়েছে। কিছু চাল পুরনো ও লালচে রঙের। যা দীর্ঘদিন ধরে সংরক্ষিত বলে ধারণা করা হচ্ছে। 
 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: