বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

দৈনিক রানারে সংবাদ প্রকাশ

জীবননগর দত্তনগর রোডের সেই ভাগাড় অপসারণ 

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৯:১৬, ২ জুলাই ২০২৫

জীবননগর দত্তনগর রোডের সেই ভাগাড় অপসারণ 

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে ময়লার সেই ভাগাড় অপসারণ করা হলো অবশেষে। দৈনিক রানারের প্রিন্ট, অনলাইন ও মালিন্টমিডিয়ায়  সংবাদ প্রচারের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়ে। এরপর জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। বুধবার সকাল থেকে জীবননগর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ভেকু দিয়ে আবর্জনা অপসারণের কাজ শুরু করেন।


দীর্ঘদিন ধরে জীবননগর -দত্তনগর সড়কের পাশে পৌরসভার বর্জ্য ফেলায় স্থানটি একটি স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছিল। এতে  তীব্র দুর্গন্ধে ছাত্র- ছাত্রী, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং পথচারীরা চরম দুর্ভোগে ছিলেন। যা পুরো এলাকার পরিবেশ অস্বাস্থ্যকর করে তুলেছিল।  


পৌরসভার  পরিচ্ছন্ন কর্মকর্তা ডালিম হোসেন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে আমরা সকাল থেকে দীর্ঘদিনের জমে থাকা এই আবর্জনা পরিষ্কার করছি। দ্রুততম সময়ের মধ্যেই পুরো এলাকা পরিচ্ছন্ন করা হবে।
এই পদক্ষেপের বিষয়ে জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সৈয়দজাদী মাহাবুবা মঞ্জুর মৌনা গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সংবাদমাধ্যমের বদৌলতে আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নিয়েছি। এ ধরনের গঠনমূলক সহযোগিতা আমাদের কাজকে সহজ করে। 


এদিকে ভাগাড়টি অপসারিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে সেই সাথে বইছে খুশির বন্যা।  স্থানীয়  বাসিন্দা রেজাউল করিম বলেন, আবর্জনা সরিয়ে ফেলায় আমরা পৌর প্রশাসকের প্রতি কৃতজ্ঞ। আশা করি, পরিচ্ছন্নতার এই ধারা অব্যাহত থাকবে।” 


পথচারী আফজাল হোসেন বলেন, আজ আমরা অনেক খুশি। দীর্ঘদিন যাবত এ রাস্তায় ময়লার স্তূপ থাকার কারণে আমাদের চলাচলের অনেক অসুবিধা হতো অবশেষ কর্তৃপক্ষের শুভ বুদ্ধির উদয় হওয়ায় ধন্যবাদ। 
 

শেয়ার করুনঃ