বৃহস্পতিবার ২১ আগস্ট ২০২৫

৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, গেল ৫ প্রাণ

রানার ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:১৩, ১৮ আগস্ট ২০২৫

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কা, গেল ৫ প্রাণ

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে পিকআপের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার (১৮ আগস্ট) ভোরে চট্টগ্রামের সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

হতাহতরা মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।

মাছ আনতে তারা চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন। 

নিহতরা হলেন-- মো: সোহাগ( ৩২), অজিত দাস (২৪), রনি দাস (২৫), আকাশ দাস (২৬) ও জুয়েল দাস ( ৩০)। তারা সীতাকুণ্ড এলাকার বাসিন্দা। চট্টগ্রামের আকবরশাহ থানার এসআই মো. সাজ্জাদ সৈকত বলেন, ভোর ৫টা ১৫ মিনিটের দিকে ফৌজদারহাট থেকে একেখানগামী একটি মিনি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রাখা বড় কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। আহন হত চারজন।  আহতদের চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহের সুরতহাল প্রস্তুতের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: