শনিবার ০১ নভেম্বর ২০২৫

১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের সেই ইজিবাইক চালক হত্যা মামলার আসামি হবিগঞ্জ থেকে আটক

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ২৫ অক্টোবর ২০২৫

যশোরের সেই ইজিবাইক চালক হত্যা মামলার আসামি হবিগঞ্জ থেকে আটক

যশোরের সেই ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার আসামি আশরাফুল ইসলাম ওরফে আশাকে আটক করেছে র‌্যাব। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার জাহিদুল ইসলাম ও আটক আশরাফুল ইসলাম আশা যশোর শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৮ অক্টোবর জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলামের মধ্যে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা হয়েছিল। এতে তাদের মধ্যে মনোমালিন্য হয়।  ওইদিন সকালে শহরের রামকৃষ্ণ আশ্রমের সামনে ওই বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আশা ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের বাটাম দিয়ে জাহিদুলের মাথা লক্ষ্য করে উপর্যুপরি আঘাত করে। এতে সে মাটিতে পড়ে প্রাণে বাঁচার আর্তচিৎকার করতে থাকে।

জাহিদুলের অবস্থা খারাপ হওয়ায় আশা নিজেই ইজিবাইকে করে জাহিদুলকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে জখম অবস্থায় রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুলের ছোট ভাই বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় অবশেষে আটক হলেন আশরাফুল।

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: