
প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি রয়েছেন। গত পাঁচদিন ধরে সেখানে তার চিকিৎসা চলছে। হাসপাতালটিতে তিনি দেশ বরেণ্য চিকিৎসক অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, হার্টের সমস্যা ছাড়াও প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ’র কিডনির সমস্যাও দেখা দিয়েছে। এ ছাড়াও সিওপিডি (COPD) অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (Chronic Obstructive Pulmonary Disease) মারাত্মক আকার ধারণ করেছে। ফুসফুসের এই রোগের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যায়ও ভুগছেন তিনি