
যশোরের ঝিকরগাছা উপজেলায় অস্তিত্ব হারিয়েছে হরিহর নদ। আড়াআড়ি বাঁধদিয়ে পুকুর ও মাছের ঘেরসহ গতিপথ বন্ধ করে দেওয়ায় হারিয়ে গেছে নদটি। আর এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়েছে ১৫টি গ্রামের মানুষ। ব্যাপক মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের মাঠেরও।
স্থানীয়রা জানান, ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী, মল্লিকপুর, কাশিপুর, ঝাউদিয়া, পদ্মপুকুর, চাঁপাতলা, মির্জাপুর ও পৌরসদরের কীর্তিপুর গ্রাম দিয়ে একসময় বয়ে চলা হরিহর নদ জুড়ে এখন আড়াআড়ি বাঁধ, পুকুর ও মাছের ঘের। পুকুর ও মাছের ঘেরের পাশ দিয়ে পানি নিষ্কাশন কোনো ব্যবস্থা নেই। বাঁধ দিয়ে পানির গতিপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে, পুলেরহাট-রাজগঞ্জ সড়কের গোয়ালদাহ বাজার থেকে মণিরামপুর ও কেশবপুর উপজেলার মধ্যে হরিহরের অস্তিত্ব থাকলেও ঝিকরগাছা উপজেলার দোস্তপুর থেকে ধরারঘাট মহাশশ্মান হয়ে চাঁপাতলা, পদ্মপুকুর, মল্লিকপুর, ঝাউদিয়া, লাউজানী, কীর্তিপুর গ্রামের পাগলাদাহ মহাশশ্মান কাটাখাল অস্তিত্বহীন।
স্থানীয়রা জানান, ধরারঘাট মহাশশ্মান পার হয়ে মোনছের আলী, সবুল হোসেন, নুরুল ইসলাম, রফিক মুন্সি, দুলাল পাল ও পচা পালসহ বেশ কয়েকজন মাছের ঘের ও পুকুরে আড়াআড়ি বাঁধ দেওয়ায় মাঠসহ মল্লিকপুর ও চাঁপাতলা গ্রামের নদপাড়ের মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে।
এ ব্যাপারে ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার ও সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, ম্যাপে ঝিকরগাছা উপজেলায় হরিহর নদের অস্তিত্ব পাওয়া যায়নি। জলাবদ্ধতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।