শনিবার ০২ আগস্ট ২০২৫

১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ড্যাব-এর ফ্রি মেডিকেল ক্যাম্প 

নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সেবা প্রদান বিঘ্নিত হয় : নার্গিস বেগম

রানার প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৭, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:১৮, ২ আগস্ট ২০২৫

নির্বাচিত সরকার ও জনপ্রতিনিধি ছাড়া সেবা প্রদান বিঘ্নিত হয় : নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচিত সরকার ও নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া জনগণের সেবা প্রদান বিঘ্নিত হয়। তাই যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাই। 

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

শনিবার যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১১টা থেকে এই মেডিকেল ক্যাম্প শুরু হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব-এর যশোর জেলা শাখা এই ক্যাম্পের আয়োজন করে। দিনব্যাপী এই ক্যাম্পে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক সুবিধাবঞ্চিত দেড় সহস্রাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাপত্র দেন। একইসাথে রোগীদের চিকিৎসাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি আনজারুল হক খোকন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফজলুল আলম, ড্যাব-এর যশোর জেলা শাখার নেতা ডা. আবু হাসান লাল্টু, ডা. মেজবাহ রহমান, ডা. শরিফুল আলম খান, ডা. রবিউল ইসলাম তুহিন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলাম আরও বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার শাসনকালে কঠিন সময়েও বিএনপি সবসময় জনগণের পাশে ছিল। পুলিশ ও স্থানীয় নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনে বছরের পর পর বাড়িছাড়া থেকেছেন বিএনপি নেতা-কর্মীরা। তারপরও যখনই এলাকার সাধারণ মানুষের কোনো সমস্যার কথা শুনেছেন, বিএনপি নেতারা সবরকম ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। নার্গিস বেগম বলেন, আগের মতো এখনও বিএনপি সাধারণ মানুষের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। 

শেয়ার করুনঃ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: