
আগামী ৩ আগস্ট, রোববার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’। এই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এর মাধ্যমে সারা দেশের এনসিপি নেতাকর্মীদের ঐতিহাসিক এই আয়োজনে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২ আগস্ট) সকালে এনসিপির ফেসবুকের একটি ভেরিফায়েড পেজে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সেখানে বলা হয়, আগামীকাল ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।
বার্তায় জানানো হয়, জুলাই মাসজুড়ে সারা দেশের বিভিন্ন অঞ্চল ঘুরে এনসিপি তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি সম্পন্ন করেছে। এই কর্মসূচির মাধ্যমে তারা শ্রমিক, কৃষক, দিনমজুর, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেছে এবং তাদের চাওয়া-পাওয়াগুলো সংগ্রহ করেছে। তখন এনসিপির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এই কথাগুলো ইশতেহারে তুলে ধরা হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৩ আগস্ট শহীদ মিনারেই ‘এক দফা’ ঘোষণা দিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় মুখপাত্র নাহিদ ইসলাম। এবারও তিনি একই স্থানে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি, জুলাই ঘোষণাপত্র ও সনদ তুলে ধরবেন এবং এই ভিত্তিতে দলের পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বলে জানানো হয়।
এই কর্মসূচিকে ‘বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন’ বলে উল্লেখ করে দলটি ৬৪ জেলার নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।